প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥ বরিশালের আগৈলঝাড়ায় পরকীয়া সম্পর্ক করতে গিয়ে লিঙ্গ হারিয়েছে এক পশু চিকিৎসক। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে।
জানা গেছে, উপজেলার বাগধা গ্রামের আঃ রশিদ মৃধার পুত্র পশু চিকিৎসক ও দু’সন্তানের জনক নজরুল ইসলাম (৩৫) দীর্ঘদিন থেকে পশ্চিম বাগধা গ্রামের সুলতান সরদারের কন্যা কাকলী আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। শুক্রবার সকালে নজরুল কাকলীকে কৌশলে বেড়ানোর কথা বলে বাকাল ইউনিয়নের পাকুরিতা গ্রামের দীন হালদারের বাড়িতে স্ত্রীর পরিচয় দিয়ে নিয়ে যায়। একপর্যায়ে ওই ঘরের পিছনের বারান্দায় কাকলীকে ধর্ষণের চেষ্টা করে নজরুল। এসময় নিজের ইজ্জত রক্ষার্থে কাকলী বিছানার নিচে রাখা ধারালো ব্লেড দিয়ে নজরুলের পুরুষাঙ্গ কর্তন করে।
স্থানীরা মুর্মুর্ষ অবস্থায় নজরুলকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া ও তাৎক্ষনিক বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে।
এঘটনার পর স্থানীয়রা কাকলীকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।