স্টাফ রিপোর্টার ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল নামক এলাকায় আজ শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরগামী স্বর্না পরিবহনের যাত্রীবাহী লোকাল বাসের সাথে গৌরনদীগামী একটি মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই মটরসাইকেল চালক মোঃ সোহেল (২৮) নিহত হয়েছেন।
এসময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত বাসের ১ যাত্রীকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সোহেল শাওড়া এলাকার ভাড়াটিয়া ও একটি ঔষধ কোম্পানীর প্রতিনিধি হিসেবে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় চাকরি করতেন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও মটরসাইকেলটি আটক করেছে।