বিশেষ প্রতিনিধি ॥ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বরিশাল সরকারী নার্সিং কলেজের শিক্ষার্থীরা অনিদৃষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন।
বিক্ষুব্ধরা জানান, নার্সিং পেশার মান উন্নয়ন, চার বছর মেয়াদী বিএসপি ইন নার্সিং কোর্স শেষে নূন্যতম ৬ মাস থেকে ১ বছর মেয়াদী ইন্টার্নিশীপ, শিক্ষার্থীদের বৃত্তি মাথাপিছু তিন হাজার টাকায় উন্নিত ও ক্লিনিক্যাল প্রাকটিসের সুবিধার্থে প্রাকটিসের সময় র্নিধারিত ইউনিফর্মের ওপর প্রোটেকটিভ ক্লথ হিসেবে এ্যাপ্রন পরিধানের অনুমতির দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার সকাল থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক সকল কার্যক্রম বন্ধ রেখে তারা অবস্থান কর্মসূচী পালন করেছেন। এসময় শিক্ষার্থীরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে নানান শ্লোগান গান দেয় এবং অনতিবিলম্বে তাদের দাবী মেনে নেয়ারও দাবি জানায়। এছাড়া ২৪ জুন থেকে ২৭ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচী শেষে আগামী ২৯ জুন ক্যাম্পাসে আমরণ অনশন কর্মসূচী পালনেরও ঘোষণা দেয়া হয়।