স্টাফ রিপোর্টার ॥ পূর্ব শত্রুতার জেরধরে আজ বুধবার সকালে বরিশালের গৌরনদী পৌর যুবলীগের এক প্রভাবশালী নেতা ও তার লোকজনের হামলায় মহিলাসহ তিনজন আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নিতে অপরাগতা প্রকাশ করে নানা তালবাহানা শুরু করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় গুরুতর আহত দক্ষিণ পালরদী মহল্লার নুরুল ইসলামের স্ত্রী নুরুন নাহার বেগম (৩৭) অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরধরে যুবলীগ নেতা লিটন বেপারী ও তার লোকজনে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তাকেসহ তার স্কুল পড়–য়া কন্যা সুমা আক্তার ও শিশু পুত্র জিসানকে। আহত নুরুন নাহার অভিযোগ করেন, তাদের ওপর হামলার পর তারা থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নিয়ে বিভিন্ন তালবাহানা করে তাদের থানা থেকে বের করে দিয়েছে। অভিযোগ অস্বীকার করে থানার ওসি আবুল কালাম বলেন, আগে আহতদের হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।