বিড়ি শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন

বিধান সরকার, বরিশাল থেকে ॥  বিড়ি শিল্পের ওপর ধার্যকরা সকল কর প্রত্যাহারসহ পাঁচ দফা দাবির পক্ষে আজ শনিবার সকালে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা। বেলা সাড়ে এগারোটায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হাকিম।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, বিড়ির ট্যাক্স বাড়লে লোকসানের জন্য মালিক কারখানা বন্ধ করে দেয়। যার প্রভাবে কাজ হারিয়ে শ্রমিকেরা বেকার হয়ে যায়। এর প্রতিকারের জন্য কর প্রত্যাহার, বিড়ি সিগারেটের সুষম প্রতিযোগীতার স্বার্থে মূল্য নির্ধারণ, বিড়ি শ্রমিকদের মজুরী বোর্ড গঠন, বিড়ি ফ্যাক্টরীতে কারখানা আইন বাস্তবায়ন ও বিড়ি শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালুর দাবি করা হয়। নতুবা আগামী ২০ জুন থেকে শুরু হওয়া আন্দোলন পর্যায়ক্রমে হরতাল অবরোধে রূপ নেবে বলেও সংবাদ সম্মেলনে হুশিয়ারী উচ্চারন করা হয়।

সংবাদ সম্মেলনে বরিশালের কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রণব চন্দ্র দেবনাথ, সম্পাদক আব্দুল হালিম হাওলাদার সহ অন্যন্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।