কল্যান কুমার চন্দ, উজিরপুর ॥ গাঁজা সেবনে বাঁধা দেয়ায় দু’গাঁজাসেবী হামলা চালিয়ে গুরুতর আহত করেছে এক গৃহবধূকে। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় আজ রবিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্রামে।
আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের চিহ্নিত গাঁজা সেবী মনিরুজ্জামান মিয়া ওরফে ডিজেল মনির ও রুহুল আমীন শনিবার বিকেলে একই গ্রামের পঙ্গু হাসেম ফরাজীর বসত ঘরের সন্নিকটের বাগানে গাঁজার আসর বসায়। এতে হাসেমের স্ত্রী ফরিদা বেগম বাঁধা দিলে তাকে বেধম মারধর করে গুরুতর আহত করা হয়।