আর্কাইভ

বরিশাল নার্সিং কলেজে আমরণ অনশন

৪ শিক্ষার্থী অসুস্থ্য ॥ হাসপাতালে ভর্তি

উম্মে রুম্মান, বিশেষ প্রতিনিধি ॥  ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে বরিশাল নার্সিং কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা আজ সোমবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন। সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে প্রায় ৩’শ শিক্ষার্থী এ অনশন কর্মসূচীতে অংশগ্রহন করেন।

এরইমধ্যে দুপুর একটার দিকে নিপা বৈরাগী, সুস্মিতা মল্লিক, জান্নাতুল ফেরদৌস, উম্মে সাদিয়া ওহাব নামের চার শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পরে। তাৎক্ষনিক তাদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ৬ মাস থেকে ১ বছর ইন্টার্নীশীপ চালু, প্রতিমাসে স্টাইপেন্ডের পরিমান ৩ হাজার টাকায় উন্নীত, মাস্টার্স কোর্স চালু, চাকুরীর নিয়োগ বিধি প্রকাশ করা, সেবা অনুষদ গঠন ও নির্ধারিত ইউনিফরমের ওপর প্রোটেক্টিফ এপ্রণ পরিধানের অনুমতির দাবিতে গত ২৩ জুন থেকে বিক্ষোভ কর্মসূচী পালন শেষে সোমবার থেকে দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচী পালন শুরু করেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন

Back to top button