প্রথম ধাপের ইউপি নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে মধ্যে আওয়ামী লীগ মনোনীত ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন- খাঞ্জাপুর ইউনিয়নে নুর আলম সেরনিয়াবাত, বার্থী ইউনিয়নে আলহাজ্ব আব্দুর রাজ্জাক হাওলাদার, চাঁদশী ইউনিয়নে সৈয়দ নজরুল ইসলাম, মাহিলাড়া ইউনিয়নে সৈকত গুহ পিকলু, নলচিড়া ইউনিয়নে গোলাম হাফিজ মৃধা, বাটাজোর ইউনিয়নে আব্দুর রব হাওলাদার।
একমাত্র সরিকল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার প্রতিদ্বন্দিতাকারী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের মনোনিত প্রার্থী শাখাওয়াত হোসেন খান, জাতীয় পার্টির গোলাম আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র হালদার।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান তালুকদার। বার্থী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম শাহীন মনোনয়নপত্র জমা দিলেও বৃহস্পতিবার সন্ধ্যায় স্বইচ্ছায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার রির্টানিং অফিসারের নিকট আবেদনপত্র দাখিল করেন।
এ ছাড়া উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১০ জন চেয়ারম্যান, ৭৮ জন সংরক্ষিত ও ২২৬ জন সাধারন সদস্যপদে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।