বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের

প্রথম পাঁচটিতে বাংলাদেশের একটি। প্রথম পাঁচে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া কিংবা চীন নেই। ব্যাপারটা কি শ্লাঘার? বড় বিশ্ববিদ্যালয় মানে এনরোলমেন্ট বা ছাত্রছাত্রী ভর্তির হিসাবে; এক শিক্ষাবর্ষে মোট কতজন সে হিসাবে। ছাত্রছাত্রী সংখ্যার হিসাবে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা দেওয়া হলো। উল্লেখ্য, হিসাবগুলো ২০০৭/০৮-এর। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা কিছু পরিবর্তন ঘটেছে; বাংলাদেশে অনেক বেড়েছে। ছাত্রছাত্রীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে এমন আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছেৈ সাংহাই টেলিভিশন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব বোলোগনা, ইতালি এবং ইউনিভার্সিটি টেকনোলজি, মালয়েশিয়া। যে তালিকাটি উপস্খাপন করা হলো তার উৎস ইন্টারনেট। দু-একটি বাদে আর সব সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ইসলামি আজাদ ইউনিভার্সিটি, তেহরান, স্পিরু হ্যারেট ইউনিভার্সিটি, রোমানিয়া। সত্যিকার অর্থেই উন্নত হয়ে ওঠা একটি দেশ মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়টির নামই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এই তালিকাটি বিশ্লেষণ করলে সাধারণভাবে একটি তত্ত্ব দাঁড় করানো যেতে পারে যে দেশ যত অনুন্নত সে দেশে উচ্চশিক্ষায় সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংখ্যা তত বেশি। প্রথম দশে দুটি স্খানই আমাদের!

বিশ্ববিদ্যালয় স্খান প্রতিষ্ঠাকাল ছাত্রছাত্রীর সংখ্যা

১. ইন্দিরা গান্ধি ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি নয়াদিল্লি ১৯৮৫ ২৫ লাখ

২. আল্লামা ইকবাল ওপেন ইউনিভার্সিটি ইসলামাবাদ ১৯৭৪ ১৮ লাখ

৩. ইসলামিক আজাদ ইউনিভার্সিটি তেহরান ১৯৮২ ১৩ লাখ

৪. আনাদলু ইউনিভার্সিটি এস্কিসেহি, তুরস্ক ১৯৫৮ ৮ লাখ ৮৪ হাজার ৮১

৫. বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর ১৯৯২ ৮ লাখ

৬. বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি গাজীপুর ১৯৯২ ৬ লাখ

৭. রামখামহেঙ্গ ইউনিভার্সিটি ব্যাঙ্কক ১৯৭১ ৫ লাখ ২৫ হাজার

৮. ইউনিভার্সিটি সিস্টেম অব ওয়াহিও ওহাহিও, যুক্তরাষ্ট্র ২০০৭ ৪ লাখ ৭৮ হাজার

৯. ড. আম্বেদকার ওপেন ইউনিভার্সিটি অন্ধ্রপ্রদেশ, ভারত ১৯৮২ ৪ লাখ ৫০ হাজার

১০. ইউনিভার্সিটি অব পাঞ্জাব পাঞ্জাব, পাকিস্তান ১৯৮২ ৪ লাখ ৫০ হাজার

১১. স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক নিউইয়র্ক ১৯৪৮ ৪ লাখ ৩৯ হাজার

১২. ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া ১৮৫৭ ৪ লাখ ১৭ হাজার

১৩. ইউনিভার্সিটি অব দিল্লি দিল্লি ১৯২২ ৪ লাখ

১৪. ইউনিভার্সিটাস তের্বুকা জাকার্তা, ইন্দোনেশিয়া ১৯৮৪ ৩ লাখ ৫০ হাজার

১৫. ইউনিভার্সিটাস দ্য বুয়েনস আয়ার্স বুয়েনস আয়ার্স ১৮২১ ৩ লাখ ১৬ হাজার ৫০

১৬. স্টেট ইউনিভার্সিটি সিস্টেম অব ফোরিডা ফোরিডা ১৯০৫ ৩ লাখ ১ হাজার ৫শ ৭০