Menu Close

গৌরনদী পৌরসভার ইজারা প্রদানকারীর

পে-অর্ডার ছিনিয়ে নেয়ার অভিযোগ

বরিশালের গৌরনদী পৌরসভার আশোকাঠী কাঁচা বাজারের ইজারা প্রদানকারী ফিরোজ সিকদারের পে-অর্ডার গতকাল সোমবার ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ইজারা প্রদানকারী পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, পৌরসভার দক্ষিণ বিজয়পুর গ্রামের ফিরোজ সিকদার গতকাল সোমবার সকালে পৌরসভার আশোকাঠী কাঁচা বাজারের ইজারা জমা দেয়ার জন্য পৌরসভার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমথ্যে আশোকাঠী গ্রামের জনৈক কামাল সিকদার তার (ফিরোজ) কাছ থেকে জোরপূর্বক দরপত্রের সাথে থাকা সোনালী ব্যাংক গৌরনদী শাখার অনুকুলে ৫৩৪৬৮৫৭ নাম্বারের ২৫ হাজার ১’শ টাকা, ৫৩৪৬৮৫৮ নাম্বারের ৩ হাজার ৮’শ টাকা ও ৫৩৪৬৮৫৯ নাম্বারের ১ হাজার ৩’শ টাকার পে-অর্ডার ছিনিয়ে নিয়ে তার (কামাল সিকদারের) দরপত্রের সাথে দাখিল করেন। ফলে ফিরোজ সিকদার আশোকাঠী কাঁচা বাজারের দরপত্র জমা দিতে পারেননি।
কামাল সিকদার কর্তৃক ছিনিয়ে নেয়া পে-অর্ডার ফেরত পাওয়া পূর্বক পূর্ণরায় আশোকাঠী কাঁচা বাজারের দরপত্র আহবানের জন্য ফিরোজ সিকদার পৌর মেয়রের কাছে লিখিত আবেদন করেছেন।

Related Posts