বাটাজোরে ১টি বাড়ি ১টি খামার প্রকল্পে দুর্নীতির অভিযোগ

অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী।

বাটাজোর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহসভাপতি উমার আলী সরদারের দেয়া লিখিত অভিযোগে জানা গেছে, বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার গ্রামে একটি বাড়ি একটি খামার প্রকল্পের তালিকা তৈরির জন্য স্থানীয় আওয়ামীলীগ নেতা বীরেন চন্দ্র ঘরামী ওরফে মঙ্গলকে প্রকল্প কমিটির সেক্রেটারী করা হয়। তিনি (মঙ্গল) অর্থের বিনিময়ে মনগড়া ভাবে প্রকল্পের তালিকা তৈরি করার প্রকৃত জনগন এ তালিকা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি (মঙ্গল) মনগড়া ভাবে চাপাইনবাবগঞ্জে বসবাসরত কাওসার বেপারীর স্ত্রী রহিমা বেগমের নামও তালিকাভুক্ত করেছেন। এতে এলাকার সাধারন জনগনের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। অভিযোগে আরো উল্লেখ রয়েছে, চন্দ্রহার গ্রামের একটি বাড়ি একটি খামার প্রকল্পে যাদের নাম অর্š—ভূক্ত হওয়ার কথা কথা। যারা প্রকৃত ভাবে এ প্রকল্পের সুবিধা পেতে পারেন তাহাদের নাম না দিয়ে আওয়ামীলীগ নেতা মঙ্গল ঘরামী মোটা অংকের অর্থের বিনিময়ে তার পছন্দসই লোকদের নাম অর্š—ভূক্ত করেছেন। মঙ্গল ঘরামী চন্দ্রহার গ্রামের প্রকল্পের তালিকার দায়িত্ব পেলেও তিনি সম্পূর্ণ বে-আইনী ভাবে পশ্চিম চন্দ্রহার গ্রামের একাধিক ব্যক্তির নাম চন্দ্রহার গ্রামের তালিকায় অর্ন্তভূক্ত করেছেন। চন্দ্রহার গ্রামের সাধারন জনগন পূণঃ তদন্তের মাধ্যমে সঠিক ভাবে পর্যালোচনা করে একটি বাড়ি একটি খামার প্রকল্পের তালিকা তৈরি করার জন্য স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি জানিয়েছেন।