বানারীপাড়ার বিএনপি নেতা আগ্নেয়াস্থসহ গ্রেপ্তার

রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-বানারীপাড়া পৌর বিএনপি’র সাধারন সম্পাদক রিয়াজ মৃধা (৩৮), তার ভাই পৌর ছাত্রদলের সভাপতি তুহিন মৃধার ঘনিষ্ট সহযোগী কৃষ্ণা (২৮) ও হুমায়ুন (৩২)।

র‌্যাব-৮’র ১নং কোম্পানীর অধিনায়ক মেজর রাশেদুল হক খান জানান, গোপন খবরে তারা জানতে পারেন যশোর থেকে ফেন্সিডিলের একটি চালান দারোগারহাট এলাকার  ফেন্সিডিল ব্যবসায়ী হুমায়ুন নিয়ে এসেছে। এ খবরের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল হুমায়ুনের বাসায় অভিযান চালায়। এ সময় র‌্যাব তার দেহ তল্লাশীকালে কোমরে থাকা বিদেশী পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। অপরদিকে বানারীপাড়ার পৌর ছাত্রদলের সভাপতি তুহিন মৃধার বাড়িতে অভিযান চালায় তাদের অপর একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্ঠাকালে সভাপতি তুহিন মৃধার ভাই পৌর বিএনপি’র সাধারন সম্পাদক রিয়াজ মৃধা ও তার সহযোগী কৃষ্ণাকে (২৮) আটক করা হয়। তুহিন মৃধা ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত ও তাদের কাছে বড় ধরনের ফেন্সিডিলের চালান এসে পৌঁছেছে এ সংবাদে অভিযান চালানো হয়েছিলো বলে জানান মেজর রাশেদ। ওইদিন রাতেই কৃষ্ণাকে বানারীপাড়া ও হুমায়ুন কবিরকে বিমান বন্দর থানায় সোর্পদ করা হয়। বিএনপি নেতা রিয়াজ মৃধাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়া হয়েছে।