সৈয়দ আবুল হোসেন কলেজের শ্রেণীকক্ষে তালা

কার্যক্রম ভেঙে পড়াসহ নানা অনিয়মের কারনে মাদারীপুরের কালকিনিতে খাসেরহাট সৈয়দ আবুল হোসেন কলেজের শ্রেণীকক্ষে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছে এবং লিফলেট বিতরণ করেছে।  শিক্ষার্থীরা সমস্যা সমাধান না হওয়া পযন্ত ক্লাশ বর্জনের ঘোষনা দিয়েছে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।

শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন থেকেই কলেজ কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগ না দিয়ে বহিরাগত শিক্ষক দিয়ে ক্লাশ নিচ্ছে। এতে ঐ সমস্থ শিক্ষকরা যথাসময়ে কলেজে উপস্থিত না থাকায় নিয়মিত ক্লাশ নেয়া হচ্ছে না। তাছাড়া কলেজে কোনো প্রকার নিয়ম শৃঙলা নেই। শিক্ষকরা যে যার মতো করে কলেজে যাওয়া-আসা করছে। এমনকি অধ্যক্ষ পৌর আ’লীগের সভাপতি হওয়ায় পৌর নির্বাচন নিয়ে ব্যস্থ থাকায় কলেজে নিয়মিত আসছেন না। প্রতিদিনের ন্যায় কয়েক শিক্ষক সকাল ১০টায় শ্রেণী কক্ষে আসলে উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষকদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে এবং শিক্ষকদের অনিয়ময়ের বিষয় সম্বোলিত লিফলেট সর্বত্র বিতরণসহ দেয়ালে সাটিয়ে দিয়েছে। সমস্যা সমাধান না হওয়া প্রযন্ত বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করবে বলে জানিয়েছে।

কলেজের অধ্যক্ষ ও পৌর আ’লীগের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল বলেন, ‘কিছু শিক্ষক পরীক্ষার সময় অনিয়মিত কলেজে আসছিল। শিক্ষার্থীদের দাবী-দাওয়া ছিল অনেক আগে থেকেই। কিছু শিক্ষার্থী কলেজে তালা ঝুলালে আমি তাদের সাথে মোবাইলে কথা বলেছি। আগামীকাল ( আজ বৃহস্পতিবার) কলেজে এসে বিষয়টি সমাধান করবো’।