ধাক্কায় আহত গৃহবধূর মৃত্যু
বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের পয়সারহাট নামকস্থানে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত গৃহবধূ সুরবালা (৪০) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, অজ্ঞানাতা মোটরসাইকেলের চাপায় গত মঙ্গলবার বিকেলে গুরুতর আহত হয় পয়সা গ্রামের গৃহবধূ সুরবালা (৪০)। মুমুর্ষ অবস্থায় প্রথমে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার দুপুরে গৃহবধূ সুরবালা মারা যায়।