গুটি ইউরিয়া ব্যবহার বিষয়ক কর্মশালা

গত মঙ্গলবার ২৮ ডিসেম্বর আগৈলঝাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষে ইউএসএআইডি-র অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বাংলাদেশ আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র এ কর্মসূচী বাস্তবায়ন করছে। সভাপতিত্ব করেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান বিশেষজ্ঞ মজিবুল হক মিয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার, শেফালী সরকার, উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ মোল্ল¬া, আইএফডিসি’র সিনিয়র ট্রেনিং অফিসার মাহমুদ হোসেন, ট্রেনিং অফিসার এটিএম সাইদুর রহমান ও মনিটরিং অফিসার মোঃ ইকবাল হোসেন। কর্মশালায় উপজেলার জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতা, ইমাম, সমাজসেবক, গুটি ইউরিয়া উৎপাদনকারী ও কৃষকরা অংশগ্রহণ করেন। কর্মশালার সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ বাড়ৈ।

অনুষ্ঠান সঞ্চালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ খলিলুর রহমান। বরিশাল বিভাগে ৫১টি উপজেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে আয়োজকরা জানান। টেকসই কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে পল্লী এলাকার খাদ্য নিরাপত্তা উন্নয়ন এবং আয় প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য গুটি ইউরিয়া ব্যবহার করে দেশের খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।