বিএম কলেজের প্রিয় শিক্ষকের বদলীর খবরে বিক্ষোভ

শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক শাহাবুদ্দীন মৃধা টিটুর অন্যত্র বদলীর খবরে গতকাল শনিবার দুপুরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচী পালন করে ক্ষোভে ফেটে পড়েন। অতিস্বত্তর তাদের প্রিয় শিক্ষকের বদলীর আদেশ প্রত্যাহারে ৭ দিনের আল্টিমেটাম ঘোষনা করেছে। অন্যথায় তারা কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।

জানা গেছে, বিএম কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শাহাবুদ্দীন মৃধা টিটু পাঠদানে শিক্ষার্থীদের প্রিয় শিক্ষক হিসাবে পরিচিতি পেয়েছেন। সম্প্রতি শিক্ষা অধিদপ্তর এই প্রভাষককে সরকারী বরিশাল কলেজে বদলী করে। শনিবার দুপুর ১টায় রসায়ন বিভাগের শিক্ষার্থীর বিষয়টি জানতে পেরে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচী পালন করে। এরপর তারা কলেজ অধ্যক্ষ ড.ননী গোপাল দাসের সঙ্গে দেখা করে বদলীর আদেশ প্রত্যাহারের দাবী জানায়। ওই সময় অধ্যক্ষ  বিষয়টি দেখবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফয়সাল আহমেদ মুন্না বলেন, সকলের প্রিয় শিক্ষকের বদলীতে শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ। কলেজ অধ্যক্ষকে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছে আগামী সাত দিনের মধ্যে প্রিয় শিক্ষক শাহাবুদ্দীন মৃধা টিটুর বদলীর আদেশ প্রত্যাহার করা না হলে বৃহত্তর কর্মসূচীর ডাক দেয়া হবে। একই কথা বললেন একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আল আমিন। এদিকে কলেজ অধ্যক্ষ ড. ননী গোপাল দাস বলেন শিক্ষকের বদলীর আদেশ প্রত্যাহারের জন্য তিনি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আলাপ করবেন।