তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। কলসকাঠী ছালেহিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে বেগম জয়ননেবনেছা ভবনের উদ্বোধন উপলক্ষে লন্ডন প্রবাসী ব্রিটিশ সিভিল সার্ভিস অফিসার (অবঃ) এবি তালুকদারকে এ সংবর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসার গভনিং বডির সভাপতি আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলসকাঠী বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক তরুন কুমার গাঙ্গুলী, ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক অরুন কুমার দাস খোকন, প্রেসক্লাব সাধারন সম্পাদক দানিসুর রহমান লিমন, সাংবাদিক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এম খলিলুর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল খালেক, গোলাম মোস্তফা, রেশমা আক্তার মিষ্টি, ইউপি ছাত্রলীগ সভাপতি আবু সালেহ মোঃ বশির প্রমুখ। লন্ডন প্রবাসী এবি তালুকদার তার বক্তব্যে বলেন তিনি অত্র মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সংবর্ধনায় মুগ্ধ হয়েছেন। তিনি কলসকাঠীর বিএম একাডেমি থেকে পড়াশুনা করে সাড়ে ২১ বছর লন্ডনে অবস্থান করলেও তার নিজ জন্মস্থান তথা কলসকাঠীর মানুষের কথা ভোলেননি। এছাড়াও তিনি কলসকাঠীর দুটি বিদ্যালয়ের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২১ জন ছাত্র-ছাত্রীকে নগদ অর্থ প্রদান করেন। আলহাজ্ব এবি তালুকদার এছাড়াও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য ব্যাপক অবদান রেখে চলেছেন।