কালকিনিতে যোগাযোগ সচিব

হোসেন খাঁন বলেছেন, ‘সৈয়দ আবুল হোসেন একজন শিক্ষানুরাগী। তিনি শুধুমাত্র শিক্ষাঙ্গনকেই বিকশিত করছেন না, যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরে তিনি সারাদেশে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন এনেছেন’। গত শুক্রবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতির হাট এ, কে মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শশী কুমার সিংহ, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ইউএনও হাবিবুর রহমান ও কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ খালেকুজ্জান প্রমূখ।

মোজাম্মেল হোসেন খাঁন বলেন, ‘এ এলাকার উন্নয়নের জন্য ১৬টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। মাদারীপুর জেলা যে যোগাযোগমন্ত্রীর একটি জেলা, কালকিনি তারই একটি উপজেলা এই উপলদ্ধী আপনারা আগামী ৩বছর পর বুঝতে পারবেন’। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।