সোমবার বিকেলে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরধরে ও পৃথক সংঘাতে হামলা পাল্টা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে ওই গ্রামের নিধান রায় ও নিতাই রায়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়গ্রপের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় গ্রপের নিধান রায়, সরোজিনী রায়, নিতাই রায়সহ কমপক্ষে ১০ জন আহত হয়। একইদিন দুপুরে উপজেলার আহুতিবাটরা গ্রামে রতিকান্ত হালদার ও পলাশ হালদারের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের সুনিল হালদার, কৃষ্ণকান্ত, রতিকান্ত, পলাশ হালদারসহ ৫জন। ফুল্লশ্রী গ্রামে পারিবারিক বিরোধে রুমা বেগম, বকুল বেগম, নুরনাহার আক্তারসহ ৫ জন আহত হয়।