অনিদৃষ্টকালের জন্য বাস ধর্মঘটের হুশিয়ারি

করার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট শওকত হোসেন হিরনকে প্রকাশ্য ক্ষমা চাইতে বললেন মহানগর শ্রমিকলীগের আহবায়ক আফতাফ হোসেন। তিনি বলেছেন, কেন তিনি শিক্ষার্থীদের রাজপথে নামিয়েছেন এ জন্য তাকে ক্ষমা চাইতেই হবে। নতুবা বরিশাল থেকে দেশের সকল রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটেরও হুমকি দেন তিনি।

জানা গেছে, বরিশাল শহরতলীর কাশিপুর স্কুল এন্ড কলেজ গবনিং বডির সভাপতি হচ্ছেন বিসিসি মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন। তিনি তার স্কুলে এবার এইচ.এস.সি পরীক্ষার কেন্দ্র করার জন্য আপ্রান চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। কারন তার দাবিকৃত স্কুল এন্ড কলেজের পাশাপাশি অপর কাশিপুর বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন পূর্ব থেকে এসএসসি পরীক্ষার কেন্দ্র চলে আসছে। কাশিপুর বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হচ্ছেন শ্রমিক নেতা আফতাব হোসেন। সূত্রমতে, মেয়র হিরন তার শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষার কেন্দ্র করতে না পারায় আফতাবের স্কুলের কেন্দ্র বাতিলের জন্য উঠেপড়ে লেগেছেন।

তারই ধারাবাহিতকায় গতকাল বুধবার সকাল দশটায় কাশিপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের দিয়ে তিনি (মেয়র) ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী স্কুলের সামনে মানবন্ধন ও সড়ক অবরোধ করান।  অভিযোগ উঠেছে মেয়র হিরনের সহযোগীরা পরিবহন শ্রমিকদের নাজেহালও করেছে। হিরনের সহযোগীদের সহায়তায় শিক্ষার্থীদের সড়ক অবরোধে শ্রমিকরা ক্ষুদ্ধ হয়ে নথুল্লাবাদ বাস টার্মিনালে টায়ার জালিয়ে বাস ধর্মঘটের ডাক দেন। পরবর্তীতে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) পলাশ কান্তি বালা এবং র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।

বিসিসি মেয়র শওকত হোসেন হিরনের ইন্ধনের অভিযোগ অস্বীকার করে কাশিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি কেন্দ্র করার পরিবেশ বিরাজমান থাকার পরেও কেন্দ্র করা হয়নি। এজন্য শিক্ষার্থীরা কেন্দ্র করার দাবিতে মানববন্ধন করেছে। শ্রমিক নেতা আফতাব হোসেন বলেন, মেয়র হিরনের ইন্ধনেই সড়ক অবরোধ করা হয়েছে। এহেন ন্যাক্কারজনক ঘটনার জন্য আগামি ৭ দিনের মধ্যে হিরনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নচেৎ বাস মালিক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিবেন বলেও তিনি হুশিয়ারী উচ্চারন করেছেন।