গারুড়িয়া ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই

এস.এম জুলফিকার হায়দার চরসামদ্দি, বালিগ্রাম, খয়রাবাদসহ অত্র ইউনিয়নের বিভিন্নস্থানে গতকাল শুক্রবার ব্যাপক গনসংযোগ ও পথসভা করেছেন। পথসভাকালে সংক্ষিপ্ত বক্তব্যে এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি তার মনের ভাব ব্যাক্ত করেন। তিনি বলেন, যতদিন বেচে আছি, ততদিন গারুড়িয়া ইউনিয়নবাসীর সেবার মাধ্যমে বেচে থাকতে চাই। তিনি আরও বলেন, আমি এই ইউনিয়নের ছেলে, আপনাদের সন্তানের মত। সকলের সহযোগীতা পেলে আগামীতে গারুড়িয়া ইউনিয়নের জনগনের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারলে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করাই আমার একমাত্র কামনা। আগামী দিনে যে সমস্ত ইউনিটে রাস্তাঘটের দূরাবস্থা তা জনগনের দুখ ও কষ্টের একটি স্মরনীয় স্পট বলে তারা মনে করে। অত্র ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বাচ্চু মোল্লা নিজ এলাকায় না থেকে বরিশাল থাকার কারনে জনগনকে ধোকা দিয়ে নানা অপকর্ম ও অত্র ইউনিয়নের কাবিখার প্রকল্পের বরাদ্ধকৃত অর্থ দিয়ে যথাসময়ে কাজ না করতে পারায় বরাদ্ধ চলে যায়। যাতে করে ইউনিয়নের জনগনের করুন দুরাবস্থার মধ্যে পরতে হয়। আজ আমি আপনাদের পাশে আছি এবং থাকব। পাশে থেকে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। আপনারা আমাকে নির্বাচিত করলে আমি ইউনিয়ন পরিষদের বেতনের টাকা দিয়ে গরীব ও অসহায়দের যারা মৃত্যুবরন করবেন তাদের কাফনের কাপর সহ যোকোন সমস্যা সমাধানে সর্বাতœক সহযোগীতা করবো। এছাড়াও দুঃস্থ অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের লেখাপড়া সহ যে সকল ছাত্ররা বই কিনে লোখাপড়া করতে পারে না তাদেরকে সহযোগীতা করবো এবং অত্র এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এলাকার এলাকায় একটি এ্যাম্বুলেন্স চালু করার আশ্বাস ব্যাক্ত করেন। তিনি আরও বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, যা দিয়ে মানুষের খেদমত করার সুযোগ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। তবে এলাকায় ইতিপূর্বে অনেক কালভার্ট, রাস্তাঘাট ও মসজিদ মাদ্রাসায় ব্যাপক আর্থিক সহযোগীতা দিয়ে আসছেন। গনসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবঃ প্রাপ্ত শিক্ষক বিমল চন্দ্র মন্ডল, মতলেব খান, কৃষক লীগের সাধারন সম্পাদক লোটাস সিকদার, শাহজাহান খান, মনসুর সিকদার, মুক্তিযোদ্ধা আদম আলী, প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান, সাবেক মেম্বার আনোয়ার, মুক্তিযোদ্ধা তোফাজ্জেল, মুক্তিযোদ্ধা মতলেব হাং, আরিফুর রহমান প্রমুখ।