বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় মেদাকুল হাইস্কুল মাঠে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে খাঞ্জাপুর ইউনয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রহমান হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, গৌরনদী উপজেলার পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান, ভাইসচেয়ারম্যান মিজানুর রহমান মিজান। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মতলেব মাতুব্বরকে সভাপতি ও অখিল চন্দ্র দে’কে সাধারন সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়।