তিনি আরো বলেন, বিগত বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের অন্যায়, অত্যাচার ও দুর্নীতির বিরুদ্ধে জনগন রুখে দাড়িয়ে মহাজোট সরকারকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। এ বিজয়ের ধারাকে ধরে রাখতে হবে। পার্বত্য এলাকায় দীর্ঘদিন ধরে শান্তির সু-বাতাস বইলেও অতিসম্প্রতি যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের ক্যাডাররা নেপথ্যে উস্কানি দিয়ে শান্তি প্রিয় এলাকায় অশান্তির সৃষ্টি করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃশংশ হত্যার ঘটনায় যুদ্ধাপরাধী নিজামীর জড়িত থাকার কথা এখন স্পষ্ট হয়ে গেছে। সকল হত্যাকারীদের বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে।
চাঁদশী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাহবুব হোসেন চোকদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শাহ আলম খান, ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ নেত্রী সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, হাক্কানী আলম, যুবলীগ নেতা হারিছুর রহমান হারিছ, ছাত্রলীগ নেতা সৈয়দ মাহবুব আলম প্রমুখ।