ধাক্কায় নসিমন চালক শামীম প্যাদা (৪০) ঘটনান্থলে নিহত হয়েছে। রবিবার রাত ৯ টায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শামীম তার নসিমন নিয়ে মহাসড়কের পার্শে¦ দাড়িয়ে ছিল। এসময় বরিশাল থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন (ঢাকা মেট্রো- ব-১১১০৫২) দাড়িয়ে থাকা নসিমন চালক শামীমকে ধাক্কা দিলে শামীম ঘটনা স্থলেই নিহত হয়। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা গতিরোধক নির্মানের দাবিতে প্রায় ঘন্টা ব্যাপি ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে।
এসময় সড়কের দু’প্রান্তে শতাধিক যানবাহন আটকা পরে। খবর পেয়ে বরিশাল সদর সার্কেল সহকারী পুলিশ সুপার আঃ ছালাম।
বাবুগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ আবুল খায়ের ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও আগামী এক সপ্তাহের মধ্যে নতুন হাট এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে গতিরোধক নির্মানের আশ্বাস দিলে বিক্ষুব্দ জনতা অবরোধ তুলে নেয়।