গৌরনদী কলেজের ছাত্র বিভূতি অধিকারীর


বি.বি.এস পরীক্ষায় কৃতিত্ব অর্জন

বরিশাল বিভাগের মধ্যে একমাত্র সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র বিভুতি অধিকারী চলতি বি.বি.এস (সম্মান) ফাইনাল পরীক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেনীতে তৃতীয় স্থান লাভ করেছে।

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার কলাবাড়ী গ্রামের বিমল কৃষ্ণ অধিকারী পুত্র বিভূতি অধিকারী। বিভূতির মা নয়ন মনি অধিকারী একজন গৃহিনী। বিভূতি অধিকারী ভবিষ্যতে চার্টার্ড এ্যাকাউন্ট (সি.এ) হতে চায়। এ জন্য সে সকলের আর্শীবাদ চেয়েছেন।