যান চলাচলের অনুপযোগী আগৈলঝাড়ায় সড়ক ও সেতু

জনসাধারণ সহ যানবাহন চলাচলের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ কারনে প্রতিদিনই ঘটনছে দূঘর্টনা। কোন সরকারের সময় এ সড়কগুলোর কোন সংস্কার না করায় যানবাহন চলাচলসহ স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও পথচারীদের যাতায়াতে চরম বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট একাধিকসূত্র মতে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের এ সড়কগুলো ওয়াপদা কান্দিরপাড়-নতুনকালীবাড়ি, বড় বাশাইল ওয়াপদা-রামানন্দের আঁক, পয়সাপশ্চিমপাড়-আমবৌলা, পূর্ববাকাল-পাকুরিতা, বাশাইল মোল্লাবাড়ি-খোন্দকারবাড়ি, তালতাবটতলা-কালীখোলা, বেবীহোম-দাশেরহাটব্রিজ, নীমতলা-সেরাল, তালবাজার-ঐচারমাঠ-কাঠিরা, জোবারপাড়-আস্কর, বাশঁতলা, বড়মগরা বাজার-কোদালধোয়া, রথবাড়ি-বাকাল, পশ্চিম রাজিহার-রামানন্দেরআঁক-বাটরা বাজার, গৈলা বাজার- উত্তরশিহিপাশা-রাংতা, গৈলাব্রিজ-রাজেরবাড়ি, গৈলারথখোলা-ভদ্রপাড়াব্রিজ, গৈলা ইউনিয়ন পরিষদ-নবযুগ-চাঁদশী আগৈলঝাড়া থানাব্রিজ-পয়সারহাট, মিশ্রীপাড়া-মোহনকাঠী-সাহেবেরহাট, সড়কগুলোর দশা অত্যন্ত বেহাল হয়ে পরেছে। এসব সড়কে বর্ষা কালে কাঁচা সড়কে লোকজন সহ যানচলাচল অনুপযোগী হয়ে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছে।

এ উপজেলায় ১৬০ কিঃমিঃ সড়ক সংস্কার না হওয়ায় জনগনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অন্যদিকে বেবী হোমের সামনে স্লাবের ব্রিজটি যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এছাড়া উপজেলার প্রধান সড়কের গৈলা ষ্টীলের ব্রিজ, ছবিখারপাড় ব্রিজ, গুপ্তের হাট ব্রিজ সহ অন্যান্য ব্রিজগুলো সংস্কার না করার কারণে জীবনের ঝুকী নিয়ে যানবাহন চলাচল করছে। এসব সড়ক গুলো সব সরকারের সময়ই অবহেলিত হয়ে থাকে বলে এলাকাবাসীর অভিযোগ। সরকারের উন্নয়ন মূলক কাজের পরেও উপজেলায় গুরুত্বপূর্ন স্থানে এখন পর্যন্ত  রয়েছে বাশের সাকো।  এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম জানান, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশ পেলে আমরা ক্ষতিগ্রস্থ ব্রিজ ও সড়কের কাজ বাস্তবায়ণ করব।