বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী, দক্ষিণ বিজরপুর ও ভূরঘাটা গ্রামে পৃথক হামলা ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সূত্রে জানা গেছে, সেচপাম্প দিয়ে পান বরজে পানি দেয়াকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে বাকবিতন্ডার একপর্যায়ে চাঁদশী গ্রামের অলিল সরদার ও তার লোকজনে হামলা চালিয়ে আহত করে একই গ্রামের অনুকুল বাড়ৈর স্ত্রী আলোরানী বাড়ৈ, কন্যা অর্পনা বাড়ৈ, পুত্র উজ্জল বাড়ৈকে। এ সময় অলিলের স্ত্রী কবরী বেগমও আহত হয়। অপরদিকে একইদিন জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুর রশিদ সরদারের লোকজনে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে খোকন হাওলাদার, জুয়েল হাওলাদারসহ ৫ জনকে। একইদিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয় ভূরঘাটা গ্রামের সজিব হোসেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।