নাইক্ষ্যংছড়িতে গৃহবধু ধর্ষণের প্রতিবাদে মানব বন্ধন ও স্মারকলিপি পেশ

ও নির্যাতনের প্রতিবাদে আলীকদম ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে মানব বন্ধন, সমাবেশ ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

আলীকদমে ত্রিপুরা কল্যাণ সংসদের মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) ত্রিপুরা কল্যাণ সংসদ, আলীকদম শাখার প্যাডে সভাপতি গবিচন্দ্র ত্রিপুরা ও সাধারণ সম্পাদক হানিচন্দ্র ত্রিপুরার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ ফেব্রুয়ারী সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাকঁখালী মৌজার শিলেরঝিরি ত্রিপুরা পাড়ার হাবিরাং ত্রিপুরার স্ত্রী ইসারুং ত্রিপুরা (২২) কে তার স্বামীর অনুপস্থিতিতে ২ জন বাঙ্গালী কাঠুরিয়া বসতঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ ও দায়ের কোপে রক্তাক্ত জখম করে। রামু উপজেলার থিমছড়ি এলাকার জনৈক দিলদারের নেতৃত্বে দুর্বৃত্তরা গাছ কেটে হাবিরাং ত্রিপুরার জমির ধানক্ষেত নষ্ট করছিল। হাবিরাং ত্রিপুরা এ ঘটনার প্রতিবাদ করায় দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে এ জঘন্য ঘটনা ঘটায়।

ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার দাবীতে সোমবার দুপুরে স্থানীয় ত্রিপুরা কল্যাণ সংসদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। পরে আলীকদম প্রেসক্লাব চত্ত্বরে গবিহা ত্রিপুরার সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আগস্টিন ত্রিপুরা, এমপি প্রতিনিধি মো. জামাল উদ্দিন, হানিচন্দ্র ত্রিপুরা, প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ।

মমতাজ উদ্দিন আহমদ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি