খায়রুল আহসান টিপু ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম কামাল হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে দলীয় উদ্যোগে মরহুমদ্বয়ের কবর জিয়ারত, পুস্পমাল্য অর্পন, শোকসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত ছাত্রলীগ নেতা খায়রুল আহসান টিপুর বাউরগাতিস্থ নিজবাড়িতে অনুষ্ঠিত শোকসভায় গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন হাওলাদার, রাজু আহম্মেদ হারুন, পৌর কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন দুলাল, কে.এম আহসান খায়রুল খান, রেজাউল করিম টিটু, যুবলীগ নেতা খোকন মল্লিক, প্রয়াত ছাত্রলীগ নেতা খায়রুল আহসান টিপুর সহদর মোঃ সোহাগ মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ মানিক, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি এস.এম মনিরুজ্জামান, লুৎফর রহমান দ্বিপ, কাজল হাওলাদার, ছাত্রলীগ নেতা সুমন মোল্লা, মাহবুল খান, আনোয়ার হোসেন, জাহিদ হোসেন, মামুন মিয়া প্রমুখ। অপরদিকে প্রয়াত ছাত্রলীগ নেতাদের পারিবারিক উদ্যোগে দিনভর কোরানখানি, দোয়া-মিলাদ ও কাঙ্গালীভোজ অনুষ্ঠিত হয়েছে।