উদ্ধার হয়নি তিনদিনেও – স্কুল ছাত্রকে অপহরনের অভিযোগ

অপহরন করেছে এই শিশুটিকেঅপহরনের পর মোবাইল ফোনে মুক্তিপনের এ টাকা দাবি করা হয়। গত তিনদিনেও অপহৃত স্কুল ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১২ ফেব্রুয়ারি দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার শাহজিরা গ্রামে।

অপহৃত স্কুল ছাত্র মেহেদী হাসানের মামা শাহজিরা গ্রামের খোকন হাওলাদার জানান, তার বোনের ছেলে পাশ্ববর্তী উজিরপুর উপজেলার শোলক গ্রামের দুবাই প্রবাসী মকবুল হোসেন সরদারের পুত্র ও শোলক মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেনীর ছাত্র মেহেদী হাসান (১২)। গত ২৮ জানুয়ারি তাদের (শাহজিরা) গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গত ১২ ফেব্র“য়ারি দুপুর একটার দিকে মেহেদী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। নিকট আত্মীয়-স্বজনদের বাড়িতে খোজাখুজি করেও মেহেদীর কোন সন্ধ্যান মেলেনি। ১৩ ফেব্রুয়ারি নিখোঁজর ঘটনায় খোকন হাওলাদার গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করেন।

অভিযোগে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে নিখোঁজ মেহেদীর খালু শোলক গ্রামের মিজান খানের মোবাইল ফোনে একইগ্রামের (শোলক গ্রামের) ইসমাইল হোসেন সরদারের নিকট আত্মীয় মিজান মোল্লা পরিচয়ে নিখোঁজ মেহেদীকে ফিরিয়ে দেয়ার কথা বলে দুই লক্ষ টাকা মুক্তিপন দাবি করা হয়। এ ঘটনার পর থেকেই স্কুল ছাত্র মেহেদীকে অপহরনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বর্তমানে ওই নাম্বারটি বন্ধ রয়েছে বলেও খোকন হাওলাদার উল্লেখ করেন।

অপহৃতা মেহেদীর প্রবাসী পিতা মকবুল হোসেন সরদার জানান, তার সাথে একই গ্রামের ইসমাইল হোসেন সরদারের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। তিনি তার স্কুল পড়ুয়া পুত্রকে অপহরনকারীদের হাত থেকে উদ্ধার করার জন্য প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।