শাবি স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুূিষ্ঠত হয়েছে। গতকাল এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন। অনুষ্ঠানে স্কুলের প্রধান পৃষ্ঠপোষক  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন বলেন-আমাদের ভবিষ্যৎ শিক্ষিত জাতি গঠন করতে হলে স্কুলকে বেশী গুরুত্ব দিতে হবে। স্কুলের গুণগত উন্নয়নের প্রতি জোর দিতে হবে। এজন্য আমাদের সীমিত সামর্থের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন-এ প্রতিষ্ঠানের শিক্ষকদের বয়স কম, কিন্তু উদ্যম অনেক বেশী। সুতরাং সুষ্ঠু পরিকল্পনা ও সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে এ স্কুলকে আরও সামনে এগিয়ে নিতে হবে।

এ স্কুলের ক্লাসরুম সম্প্রসারণ ও ভৌত অবকাঠামো দ্রুত উন্নয়ন করা হবে বলে তিনি ঘোষণা দেন এবং আগামী ১০ দিনের মধ্যে একটি উন্নয়ন বিষয়ক প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের জন্য স্কুল পরিচালনা কমিটিকে নির্দেশ দেন।

তিনি সদ্য প্রয়াত প্রধান শিক্ষক রফিক আহমদ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে স্কুল পরিচালনায় তাঁর আন্তরিক প্রয়াসেরও প্রশংসা করেন।

সভাপতির বক্তব্যে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জিওগ্রাফী এনভায়রনমেন্ট বিভাগের প্রধান প্রফেসর ড. সুশান্ত কুমার দাস বলেন-স্কুলে দালান-কোঠার প্রয়োজন রয়েছে। তবে তার চেয়ে বেশী প্রয়োজন দক্ষ ও সংবেদনশীল শিক্ষকের। স্কুলকে শিক্ষদের নিজেদের পরিবার মনে করতে হবে এবং ছাত্র-ছাত্রীদের নিজেদের সন্তান মনে করতে হবে। এভাবে নতুন উদ্দীপনা নিয়ে কাজ করলে অবশ্যই ছাত্র-ছাত্রীরা ভাল শিক্ষা পাবে এবং স্কুলেরও সুনাম বাড়বে।
তিনি স্কুলে বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ভাইস চ্যন্সলর প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিনের আশু দৃষ্টি কামনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের পরিচালনা কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের হিসাব দপ্তরের উপ-পরিচালক শেখ আবুল হাসান, স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা শাহানা সুলতানা  এবং অভিভাবকদের পক্ষে শুকরানা বেগম।  শেষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।