যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার সকালে ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন (সিওয়াইপিটেক) কোর্সের উদ্ধোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সিওয়াইপিটেক কর্মসূচির প্রকল্প পরিচালক উম্মে মুসলিমা, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যলয়ের পরিকল্পনা পরিচালক মোঃ সামচুল ইসলাম, বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান, গৌরনদীর বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, গৌরনদী উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামান, সহকারী মাধ্যমিক অফিসার মোঃ মহিউদ্দিন প্রমুখ। শেষে প্রধান অতিথি মাসব্যাপী প্রশিক্ষন কোর্সের উদ্ধোধন করেন।