বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, বেগম জিয়া আপনি বলেছেন এই সরকারকে আর সময় দেয়া যায় না। আপনি সময় দেয়ার কে? জনগন ৫ বছরের সময় দিয়ে মহাজোট সরকারকে সংসদে পাঠিয়েছে। এর পূর্বে আপনি যতই ষড়যন্ত্র করুন না কেন কোনটাতেই সফল হতে পারবেন না। বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জনতা ব্যাংকের চেয়ারম্যান এডভোকেট বলরাম পোদ্দার বাবলু বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করার পর পরই দেশের মধ্যে গৃহযুদ্ধ বাঁধাতে বিএনপি-জামায়াত একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে। যত ষড়যন্ত্রই করা হোকনা কেন জনগনকে সাথে নিয়ে রাজনৈতিক ভাবে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করা হবে।
নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রদ্বিপ কুমার নাগের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান, ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, আকবর হোসেন ফারুক, জি.এম হারুন মৃধা, রফিকুল ইসলাম রাজা, শাহজাহান কবীর, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, যুগ্ন আহবায়ক গোলাম হাফিজ মৃধা, যুবলীগ নেতা বকতিয়ার হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারন সম্পাদক মোঃ নয়ন শরীফ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শাহিন প্রমুখ।