বরিশালের বিনিয়োগকারীরা অজানা আতংকে

বিনিয়োগকারীরা অজানা আতংকে রয়েছেন। তাদের কোন ক্রমেই অস্বাভাবিক দরপতনের আতংক কাটছে না। ফলে পুরোপুরী আস্তা নিয়ে বিনিয়োগ করতে পারছেন না।

একাধিক বিনিয়োগকারী বলেছেন বাজার পরিস্থিতি হ-য-ব-র-ল। একদিন বাজার বাড়ে তিন দিন বাজার পড়ে। এভাবে গত দু’ মাস করতে করতে আমাদের পুঁজি শেষ হওয়ার পথে। তাছাড়া স্টক এক্্রচেঞ্জের সার্ভিলেন্স বিভাগ যথাযথ ভুমিকা রাখছে না। এমনকি সরকারের নানামুখী পদক্ষেপে বিনিয়োগকারীরা আশ্বস্ত হতে পারছে না এ ব্যাপারে এম সিকিউরিটিজের কর্মকর্তা তামিম বলেন, বরিশালের বিনিয়োগকারীরা এখনও আতংকের মধ্যে রয়েছেন। এ আশংকায় একটু লাভ হলেই তারা হাতে থাকা শেয়ার ছেড়ে দিচ্ছেন। নূভেল সিকিউরিটিজ’র বরিশাল শাখার নির্বাহী পরিচালক মোঃ মোস্তফা বলেন, বাজার পরিস্থতি অস্থিতিশীল। আস্তার সংকট কাটে নি বিনিয়োগকারীদের মাঝে। সরকারের উচিৎ কার্যকরী পদক্ষেপ নেয়া। তা না হলে বিনিয়োগকারীরা শেয়ার ব্যাবসা থেকে ছিটকে পড়বেন। বাজারে প্রচুর তারল্য সংকট রয়েছে। যে কোন উপায়ে তারল্য সংকট মোকাবেলা করা উচিত বলে মন্তব্য করেন।