বরিশালে ২৬৩টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ন চিহ্নিত করেছে প্রশাসন

কেন্দ্র ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছে পুলিশের বিশেষ গোয়েন্দা সংস্থা। সংশ্লিষ্ট সূত্র মতে জানা গেছে, আগামী ২৯, ৩১ মার্চ ৩, ৪ এপ্রিল বরিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। তবে বরিশাল জেলায় ২৬৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ন বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তালিকা তৈরি করেছে। উক্ত তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা করা হবে। সেখান থেকে নির্বাচন কমিশনে প্রেরণ করা হলে ঐ সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে র‌্যাব, পুলিশ ও বিজেবি মোতায়েন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বরিশালের ১০ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঝুঁকিপূর্ন তালিকার কেন্দ্রগুলো হলো চরমোনাই, ইউনিয়নের নলচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র, চরমোনাই রাজারচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বিশ্বাসের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, গিলাতলী রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। জাগুয়া ইউনিয়নে আস্তাকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আস্তাকাঠি রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চরকাউয়া ইউনিয়নে নয়ানী আজাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, দিনার সরকারী প্রাথমিক বিদ্যালয়, এ আর খান মাধ্যমিক বিদ্যালয়, চরআইচা-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ডের চরকরমজী মাধ্যমিক বিদ্যালয়, ৮নং ওয়ার্ডের পূর্ব কর্নকাঠী রেজিঃ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের পূর্ব চাঁদপুরা বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডের দক্ষিণ হিজলতলা বেসরকারী এবতেদায়ী  মাদ্রাসা, ৫নং ওয়ার্ডের দক্ষিণ কুন্দিয়ালপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯নং ওয়ার্ডের দূর্গাপুর (১) হাউথ বাড়ি সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ডের সিংহেরকাঠী স্কুল, ৬নং ওয়ার্ডের বিশারত সরকারী প্রাথমিক বিদ্যালয়, চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের  চন্দ্রমোহন সরকারী প্রাথমিক বিদ্যালয়।

চরবাড়ীয়া ইউনিয়নে ১নং ওয়ার্ডের বাটনা সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ডের কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়, শায়েস্তাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের শায়েস্তাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৬নং ওয়ার্ডের উত্তর পানবাড়ীয়া কমিউনিটি প্রাঃ বিদ্যালয়, কাশিপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মগরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪ নং ওয়ার্ডের লাকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৯নং ওয়ার্ডের পূর্ব বিল্লাবাড়ী মাদ্রাসা, রায়পাশা কড়াপুর ইউনিয়নে ১নং ওয়ার্ডের বারুখার দীঘির পার সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪নং ওয়ার্ডের কটুরাকাঠী রেজিঃ প্রাথমিক বিদ্যালয়। এছাড়া গৌরনদী ২২টি, আগৈলঝাড়ায় ১৭টি, বানারীপাড়ায় ২৩টি, উজিরপুরে ৩৩টি, বাকেরগঞ্জে ১৯টি, বাবুগঞ্জে ৩৪টি, মেহেন্দিগঞ্জে ২৯টি, মুলাদীতে ২৩ ও হিজলায় ২৫টি ঝুঁকিপূর্ন কেন্দ্র রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এসব ঝুঁকিপূর্ন কেন্দ্রে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস। তবে কম ঝুঁকিপূর্ন তালিকায় রয়েছে অনেক কেন্দ্র।