ইউপি নির্বাচন নির্দলীয় হচ্ছে – ইসি ছহুল হোসাইন

দাবি করেছেন নির্বাচন কমিশন। গতকাল সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এ দাবি করেন।

ছহুল বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে গতকাল কমিশন বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখন পর্যন্ত ওই সব অঞ্চলের পরিস্থিতি ভালো রয়েছে বলে আমরা খবর পেয়েছি। ইতিমধ্যে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। আশা করি, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্র“য়ারি কমিশন ৫৯৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করে। এরমধ্যে আদালতের আদেশে ১৬টি, ভোটার তালিকা অসম্পূর্ণ বা অসঙ্গতি থাকার কারণে ৭টি এবং নির্বাচনে অনুকূল পরিবেশ না থাকার কারণে গত রোববার ৩টি ইউপি নির্বাচন স্থগিত করা হয়। ১টি ইউপির নির্বাচন ২৯ মার্চের পরিবর্তে ৩ এপ্রিল পূর্ণনির্ধারণ করা হয়েছে।