আযাদ আলাউদ্দীনের ভাইয়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মাওলানা মোঃ নেছার উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন- বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আবদুল মান্নান, সাধারন সম্পাদক মোঃ  বশির উল্যাহ, বোরহানউদ্দিন সাহিত্য একাডেমীর সভাপতি অধ্যাপক সাইয়েদ মুজতবা আহমদ খান, কুনজেরহাটের সামাজিক সংগঠন মনন সভাপতি অধ্যাপক ফিরোজ আলম, সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন সম্রাট, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন সুমন, সহ-সভাপতি এম. নুরুন্নবী ও এম এ হালিম, সাধারন সম্পাদক মোঃ ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক শরীফ আল আমিন, সাংগঠনিক সম্পাদক এম, ফরিদ উদ্দিন, কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন লিটন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারন সম্পাদক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ হাওলাদার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রচার ওপ্রকাশনা সম্পাদক নয়ন মুরাদ, বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালক আনোয়ার হোসাইন খান, গৌরনদী ডট কম’র নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত বরিশাল ও বন্ধুমেলার সদস্যবৃন্দ সহ বরিশালের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য মাওলানা মোঃ নেছার উদ্দিন গত ২৫ মার্চ ২০১১ তারিখ সন্ধ্যায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন। ২৬ মার্চ বেলা ২টায় মরহুমের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার পদ্মামনসা গ্রামে নামাজেহ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।