উজিরপুরে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

উভয়পক্ষের মহিলাসহ ১০জন আহত হযেছে। আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শনিবার সকালে উপজেলার পশ্চিম জয়শ্রী গ্রামে সাহেব আলী বালী ও তার ভাই বারেক বালী মাতুল সম্পত্তিতে ঘর তুললে প্রতিপক্ষ ছত্তার সরদার তার পুত্র জাহাঙ্গীর সরদার, হাবিব সরদার, ভাগ্নে রুবেল হাওলাদারসহ ৮/১০ জনে রামদা, টেডা, ফুলকুচিসহ দেশী অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। তাদের হামলায় বারেক বালী (৫০), তার মা চানবরু (৭৫), স্ত্রী জেসমিন আক্তার (৩৫), ভাগ্নে রাজ্জাক সিকদার (৩৮), ভাই সাহেব আলী বালী (৬০) আহত হয়। এসময় হামলাকারী হাবিব সরদার, পারুল বেগমও আহত হয়। আহতদের মধ্যে সাহেব আলী ও তার ভাই বারেক বালীর অবস্থা আশঙ্কাজনক। উল্লে¬খ্য, বারেক বালীর  জয়শ্রী মৌজার ৬০৫ নং খতিয়ানের ২০২ দাগের ১৪ শতাংশ জমি দীর্ঘদিন পর্যন্ত ছত্তার সরদার জবর দখলের মাধ্যমে ভোগদখল করে আসছে। এই বিরোধীয় জমি নিয়ে স্থানীয়ভাবে গত ৬ মাস পূর্বে সালিশ বৈঠকের মাধ্যমে বারেক বালীর পক্ষে রায় দেয়। ওই সালিশীর রায়ের সূত্র ধরেই বারেক বালী তার সম্পত্তিতে ঘর তুললে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এব্যাপারে উজিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সুত্রে জানা গেছে। উজিরপুর সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।