বরিশালে সরোয়ারপন্থি ছাত্রদলে গ্রুপিং,সংঘাতের আশংকা

মজিবর রহমান সরোয়ারপন্থি ছাত্রদলের মধ্যে গ্রুপিং রাজনীতি চলছে। ছাত্রদলের মহানগর আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফরোজা খানম নাসরিন গ্রুপের অবির্ভাব হয়েছে। এক গ্রুপ আরেক গ্রুপকে ঘায়েলে পরস্পরবিরোধী বক্তব্য দিয়ে মাঠ গরম করছে। কেন্দ্রেও একে অপরকে বহিষ্কারের দাবি জানিয়েছে।

সমপ্রতি নাসরিন কেন্দ্রে লবিংয়ের মাধ্যমে মতিউর রহমান মিঠু, সাঈদ ও দোলনকে যুগ্ম-আহ্বায়ক পদে মহানগর ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত করেন। এরপর নাসরিন তার অনুসারীদের নিয়ে এমপি মজিবর রহমান সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানান। নতুন করে তিন জনকে যুগ্ম-আহ্বায়ক পদে কোঅপ্ট করার বিষয়টি মেনে নিতে পারছেন না আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন। এজন্য তিনি তার অনুসারীদের নিয়ে নাসরিনের বিরুদ্ধে রাজনীতির ময়দানে বিভিন্ন কথা রটান। বলা হয় নাসরিন, যে কোঅপ্ট করিয়েছে তা ভুয়া। লিমন তার অনুসারী যুগ্ম-আহ্বায়কদের স্বাক্ষর নিয়ে নাসরিনের বহিষ্কারের দাবিতে কেন্দ্রে আবেদন করেন।
এদিকে সরোয়ারপন্থি হিসেবে পরিচিত খন্দকার আবুল হাসান লিমন মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা। এছাড়া তিনি নগরীর ২১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক। তাকে মহানগর ছাত্রদলের আহ্বায়ক করায় ছাত্রদলের ত্যাগী বা মাঠের নেতা-কর্মীরা হতাশ হয়েছেন। এখানকার রাজনীতিতে বিবদমান গ্রুপ বিএনপি’র কেন্দ্রীয় মৎস্যজীবী সম্পাদক বিসিসি’র সাবেক মেয়র আহসান হাবীব কামাল সমর্থিতরা নীরবে ক্ষোভ প্রকাশ করছে। আর এমপি মজিবর রহমান সরোয়ারপন্থি ছাত্রদলের মধ্যে নাসরিনসহ কয়েক নেতা লিমনের নানাবিধ অসাংগঠনিক কর্মকান্ডে ক্ষুব্ধ। তাদের বক্তব্য লিমনকে আহ্বায়ক পদে বসিয়ে বরিশাল ছাত্রদলের রাজনীতিকে বিতর্কের মুখে ঠেলে দেয়া হয়েছে। আফরোজা খানম নাসরিন ও তার অনুসারীরা লিমনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রে আবেদন করেছেন।

মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বলেন, খন্দকার লিমন একজন অযোগ্য নেতা। তিনি ছাত্রদলের পকেট কমিটি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এজন্য খন্দকার লিমনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৭ যুগ্ম-আহ্বায়ক স্বাক্ষরিত একটি আবেদন কেন্দ্রে পাঠানো হয়েছে।
মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম লিমন বলেন, খন্দকার লিমন ছাত্রদলের রাজনীতিতে অযোগ্য। তিনি এককভাবে ওয়ার্ডে পকেট কমিটি গঠনের প্রক্রিয়া চালাচ্ছেন। তার কারণে সংগঠন গতিশীলের বিপরীতে থমকে দাঁড়াবে।

মহানগর ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আবুল হাসান লিমন বলেন, আমি কোনো অসাংগঠনিক কর্মকান্ড করছি না। সংগঠনকে গতিশীল করতেই কাজ করছি। ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক পদটি ছেড়ে দিয়েছি। এখন শুধু ছাত্ররাজনীতি নিয়েই ব্যস্ত রয়েছি।