আগৈলঝাড়ায় স্বেচ্ছা সেবক দলের কমিটি নিয়ে উত্তেজনা

নিয়ে দু’গ্রুপের ভিতরে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা বিএনপির সভাপতির ছেলে স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক হওয়ায় দলীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক গ্রুপের মিষ্টি বিতরণ ও অপর গ্রুপের প্রতিবাদ।

দলীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ৫ মে বরিশাল জেলা স্বেচ্ছসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এইচ,এম হারুন আর রশিদকে আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট্য উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পরে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সমর্থিত উপজেলা যুবদল গতকাল রোববার ওই কমিটিকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ করেন। অন্য দিকে ওই কমিটি প্রত্যাক্ষাণ করে লিখিত ভাবে প্রতিবাদ করেছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা হোসাইন। তিনি তার প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন যাকে আহ্বায়ক করা হয়েছে তিনি উপজেলা বিএনপি সভাপতির ছেলে। তিনি ২০১০ সালে ৩ নভেম্বর সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে দেখা করে যোগদানের প্রস্তুতি নিয়েছিলেন। ত্যাগী নেতাদের বাদ দিয়ে অসাংগঠনিক লোকজন নিয়ে কমিটি গঠন করায় সাধারণ নেতা কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।