“মোর আর কোন ইচ্ছা নাই, মরার আগে জানি মোর পোলাডারে ভাল চিকিৎসা করাইয়া মরতে পারি” কান্নাজড়িত কন্ঠে কথাটি বলেছেন বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের রোগাক্রান্ত দিনমজুর মুক্তিযোদ্ধা কাঞ্চন বেগ (৬৫)। মহান মুক্তিযুদ্ধে শক্ত হাতে যে কাঞ্চন বেগ রনাঙ্গন কাঁপিয়েছিলেন। নয় মাস যুদ্ধ করে যে ছিনিয়ে এনেছিলেন সবুজে রক্তে লাল বিজয় পতাকা। সেই রনাঙ্গণ কাঁপানো মুক্তিযোদ্ধা কাঞ্চন বেগ এখন জীবন যুদ্ধে পুরোপুরি পরাজিত। ছেলের সু-চিকিৎসার জন্য মুক্তিযোদ্ধা কাঞ্চন বেগ স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরে একাধিকবার ধর্ণা দিয়েও ব্যর্থ হয়েছেন। নানারোগে আক্রান্ত হয়ে নিজেই যখন মৃত্যর পথযাত্রী ঠিক সেই মুহুর্তে নিজের কথা চিন্তা না করে শুধু পুত্রর সু-চিকিৎসার জন্য নানা দুরচিন্তার মধ্যে রয়েছেন মুক্তিযোদ্ধা কাঞ্চন বেগ।
রোগাক্রান্ত দিনমজুর মুক্তিযোদ্ধা কাঞ্চন বেগ জানান, দীর্ঘদিন থেকে তার পুত্র সোহেল উলসান (ব্রেন ও লিভারের সমস্যা) রোগে আক্রান্ত হয়ে অর্থাভাবে বিনাচিকিৎসায় রয়েছে। চিকিৎসকরা বলেছেন, ভারতের মাদ্রাজে নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে সোহেলের আরোগ্য লাভ করা সম্ভব কিন্তু অসহায় পরিবারের পক্ষে এতটাকা যোগার করা পুরোই অসম্ভব হয়ে পড়েছে। তাই মুক্তিযোদ্ধা কাঞ্চন বেগ তার পুত্র সোহেলকে বাঁচাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রিসহ সমাজের মহানুভব ব্যক্তিদের কাছে হাত পেতেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা:- মের্সাস তরী এন্টারপ্রাইজ, সঞ্চয়ী হিসাব নং-২৬০৬, অগ্রনী ব্যাংক, গৌরনদী শাখা, গৌরনদী, বরিশাল। মোবাইল: ০১৭২১-৮৭৪০৩৭ (অনুঃ)।