নানা সমস্যায় জর্জরিত রমজানপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমী

নানা সমস্যায় জর্জরিত বরিশালের গৌরনদী উপজেলার টরকীচর সংলগ্ন কালকিনির রমজামপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমী। এবারের এসএসসি পরীক্ষায় এ বিদ্যালয়ে পাসের হার ৯৬.৬৬। শিক্ষকদের আপ্রান চেষ্ঠায় এ বিদ্যালয় থেকে এ বছরই কেবল এসএসসি পরীক্ষায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৫৮ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এরমধ্যে ২ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়েছে।

গতকাল সোমবার সকালে সরেজমিন ঘুরে জানা গেছে, অবহেলিত চরাঞ্চলের ঝড়েপড়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কথা ভেবে বিগত ২০০০ সালে রমজানপুর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ও বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ইঞ্জিনিয়ার এম. মোশারফ হোসেন রমজামপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমীটি প্রতিষ্ঠিত করেন। ২০০২ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে একাডেমীটি স্বীকৃতি লাভ করে।

রমজামপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমীর সুপারেনটেনডেন্ট মোঃ মনির হোসেন আকন জানান, ক্লাশ রুমের চেয়ে শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় প্রতিটি ক্লাশেই গাদাগাদি করে শিক্ষার্থীদের ক্লাশ নিতে হচ্ছে। ভবন সংকটের কারনে প্রতিবছরই একাডেমীতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি হতে না পেরে নিরাশ হয়ে ফিরে যায়। এছাড়াও রমজানপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রধান সড়ক থেকে একাডেমী পর্যন্ত একমাত্র রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষা মৌসুমে কর্দমক্ত রাস্তা দিয়ে যাতায়াত করতে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়, একাডেমীর সম্মুখের একমাত্র মাঠে বর্ষা মৌসুমে হাঁটু সমান পানি জমে যায়, শিক্ষক স্বল্পতা ও টেকনিক্যাল একাডেমীর চাহিদা মোতাবেক সরঞ্জামাদির তীব্র সংকটসহ নানাবিধ সমস্যার মধ্যেও সুনামের সাথে রমজামপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমীটি পরিচালিত হয়ে আসছে। তিনি আরো জানান, এবারের এসএসসি পরীক্ষায় এ একাডেমী থেকে ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ৫৮ জন পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৬.৬৬। এরমধ্যে মোঃ রবিউল ইসলাম ও মোঃ মেহেদী হাসান নামের দু’শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আগামি এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের তালিকায় রমজামপুর আইডিয়াল টেকনিক্যাল একাডেমীটি স্থান করে নিতে শিক্ষকদের নিয়ে এখনই সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সুপারেনটেনডেন্ট মোঃ মনির হোসেন আকনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা একাডেমীক ভবনসহ অন্যান্য সমস্যা জরুরি ভিত্তিতে সমাধানের জন্য প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।