গত চারদিন ধরে পাকা ভবন নির্মানের কাজ শুরু করেছে একই বাড়ির প্রভাবশালী মোবারেক হোসেন বেপারীর পুত্র জাকির বেপারী। এ ঘটনায় অসহায় দিনমজুর স্থানীয় গন্যমান্যদের দ্বারে দ্বারে ঘুরেও কোন প্রতিকার পাননি। অবশেষে চাঁনমিয়া আদালতের মাধ্যমে ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করান। আদালতের নির্দেশ অমান্য করে প্রভাবশালী জাকির হোসেন পাকা ভবন নির্মানের কাজ অব্যাহত রেখেছেন। ঘটনাটি বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের। দিনমজুর চাঁনমিয়া বেপারী তার পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।