চাঁদাবাজী মামলায় নলছিটির সন্ত্রাসী জহির কারাগারে

  সোমবার ঝালকাঠির চীফ জুডিশিয়াল আদালতে জহির হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক রেজা তারিক আহাম্মদ জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলা সূত্রে প্রকাশ, নলছিটি শহরের ফেরিঘাট সড়কের বাসিন্দা সাহিদা রহমানের একতলা দালান নির্মাণকালে জহির ও তাঁর সঙ্গীরা ৫০ হাজার টাকা চাঁদাদাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় গত বছরের ২২ মে তারা পুনরায় চাঁদার টাকা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় সাহিদা বেগমের ছেলে শামীম আহম্মেদকে কুপিয়ে আহত করে। এসময় তার সাথে থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, মোবাইলফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় সাহিদা বেগম বাদী হয়ে গত বছরের ২৫ মে ঝালকাঠির মূখ্য বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করেন।

জানাগেছে, ওই আদালতের বিচারক রেজা তারিক আহাম্মদ মামলাটি নলছিটির আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মহিউদ্দিনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তিনদিনের মধ্যে আনসার ভিডিপি কর্মকর্তা তদন্ত কাজ শেষ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।