ব্রি-২৯ বোরো ধান চাষ করে সফল মনির

নগরীর বাসিন্দা সৈয়দ মনির হোসাইন। মনির বরিশাল বিএম কলেজ থেকে ২০০৪ সালে হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স মাষ্টাস করেছে। পড়াশুনার পর তিনি চাকুরি না খুজেঁ বোরো ধানসহ বিভিন্ন সবজি চাষ করার সিদ্ধান্ত নেন। তার দাবী বরিশালের মাটি অত্যন্ত উর্বর যে কারনে বীজ রোপন করলেই তাতে অংকুর গজায় ও সঠিক নিয়মে পরির্চযা করলেই  অংকুর পূনাঙ্গ গাছে রুপ নেয় এবং ফল পাওয়া যায়। ব্রি-২৯ বোরো ধান চাষ করে তিনি মাত্র ৬ মাসে দেড় হাজার টাকা পুঁজি খাটিয়ে আয় করেছে ২ লাখ ৬৬ হাজার টাকা। পাশাপাশি উৎপাদিত ধানের বীজ বিক্রি করে তিনি ২০ হাজার টাকা উপরে আয় করেছেন।  

সফল চাষী সৈয়দ মনির হোসাইন বলেন, পড়াশুনার পাশাপাশি নিজ বাড়ির পাশে ১৫০ শতক জমির উপর ১ম বারের মতো ব্রি-২৯ বোরো ধান চাষ করছি। টিভিতে বোরো ধানের উপর অনুষ্ঠান দেখে গত বছর নভেম্বর মাসে বরিশাল ধান গবেষনা ইনেষ্টেটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আদিল ভাইয়ের পরার্মশে মাত্র ৭ শত টাকার  বীজ ক্রয় করে রোপন করি। তার ঠিক ৬ মাস পরে প্রচুর পরিমানে ফলন পাই। তিনি আরো জানান, ১ম বার বলে অন্যাণ্য এলাকার মতো অধিক উৎপাদন ও অধিক লাভ করতে না পারলেও আগামীতে এটি লাভজনক হবে বলে তিনি মনে করেন । নিজের মেধা ও মনকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়ে কৃষি কাজকে আরো আধুনিক ও পরিবেশ সম্মত করতে মূলত তার এ কাজে জড়িয়ে পড়া।

বরিশাল সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা একেএম মনিরুল আলম বলেন, মনির হোসাইন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও চাকুরি না খুজেঁ তার নিজ উদ্যোগে ব্রি-২৯ বোরো ধান চাষ করে সফলতা পেয়েছে নিঃসন্ধেহে এটি একটি জলন্ত উদাহরন। বরিশালের শিক্ষিত বেকার যুবকরা ঘড়ে বসে না থেকে যদি এভাবে সফলতা আনতে পাড়ে তবে অচিরেই বরিশাল (শষ্য ভান্ডার) পুরোন ঐতিয্য ফিরে পাবে বলে আমি মনে করি।