বরিশাল মেডিকেলে ইন্টানি ডাক্তারদের ধর্মঘট অব্যাহত

মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডাক্তাররা আন্দোলনে নেমেছে। আন্দোলনের ধারাবাহিকতার অংশ হিসাবে বুধবার থেকে মেডিকেল কলেজ হাসপাতালের ১৬০ জন ইন্টার্নি ডাক্তার কর্মবিরতি পালন করে। এ কারনে দক্ষিনাঞ্চলের ঐতিহ্যবাহী হাসপাতালের প্রায় সহস্রাধিক রোগীর চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটছে।

ইন্টানি ডাক্তার লিমা ও শুভ জানান, দেশের অন্যান্য মেডিকেল কলেজের ইন্টানি ডাক্তাররা মাসের ১ তারিখের মধ্যে তাদের মাসিক ভাতা পেলেও বরিশাল মেডিকেল কলেজের ইন্টানি ডাক্তাররা পান ১০ থেকে ১৫ তারিখের মধ্যে । কিন্তু চলতি মাসের ১৮ দিন অতিবাহিত হলেও তারা তাদের ভাতা পাননি। বিষয়টি একাধিকবার কলেজের পরিচালরককে অবহিত করা হলেও এই ব্যাপারে তিনি কোন পদক্ষেপ গ্রহন করেন নি।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ আব্দুর রশিদ বলেন ইতোমধ্যে মন্ত্রনালয়ে ইন্টার্নী ডাক্তারদের বেতন পাঠানোর জন্য শেবাচিম হাসপাতালের কর্তৃপক্ষ একাধিকবার চিঠি দেয়া হয়েছে। এর কোন সদুত্তর আসেনি।