ইসলাম বাবুলকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার বরিশালের ২য় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোসাদ্দেক মিনহাজ এ রায় প্রদান করেন।
আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২০ আগষ্ট ঐ গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মাষ্টারের একটি পোষা কুকুর দিন দুপুরে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে একই বছরের ৪ সেপ্টেম্বর বাবুগঞ্জ থানায় তরিকুল ইসলাম বাবলু ও শেফালী বেগমকে আসামী করে মামলা দায়ের করেন। তদন্তকারী অফিসার এসআই আব্দুল হাকিম খান ঐ দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
দীর্ঘ প্রায় ৪ বছর পর আদালত পোষা কুকুর হত্যার দায়ে আসামী তরিকুল ইসলাম বাবলুকে কারাদন্ড এবং অপর আসামী শেফালীকে খালাস দেন।