গৌরনদী পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নুরু খানের পান বরজের প্রায় ২০ হাজার টাকার পান চুরির ঘটনা ঘটেছে।
পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নুরু খান জানান, কসবা এলাকার তার পান বরজ থেকে শুক্রবার রাতে সংঘবদ্ধ চোরেরা প্রায় ২০ হাজার টাকার পান চুরি করে নিয়ে যায়।
তিনি আরো জানান, এরপূর্বে তিনবার তার গোয়াল ঘর থেকে ৭ টি গাভি ও ৩টি ছাগল, বসত ঘরে ৩ বার চুরি ও ১ বার ডাকাতিসহ ৩ বার পান বরজে চুরি সংঘঠিত হয়েছে। এ ব্যাপারে বিএনপি নেতা নুরু খান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গৌরনদী থানায় সাধারন ডায়েরী করেছেন বলেও উল্লেখ করেন।