ছাত্রদল ক্যাডারের ১০ হাজার টাকা জরিমানা

দায়ে গতকাল রবিবার বিকেলে ভ্রাম্যমান আদালত গৌরনদীর আলোচিত এক ছাত্রদল ক্যাডারের ১০ হাজার টাকা জরিমানা করেছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, সরকারি গৌরনদী কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও থানার কালনা গ্রামের ব্যবসায়ী রব মল্লিকের কন্যা ইতু ইসলাম। দীর্ঘদিন থেকে কলেজে আসা যাওয়ার পথে প্রায়ই ইতুকে যৌন হয়রানি করে আসছিলো একই গ্রামের রাজু খন্দকারের বখাটে পুত্র জুলফিকার আলী (২৫)। কলেজ ছাত্রীর পিতা রব মল্লিক জানান, তার কন্যা ইতুকে উত্যক্তর ঘটনায় সম্প্রতি তিনি বখাটে জুলফিকারের বাবার কাছে বিচার দেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৩ মে দুপুরে ছাত্রদল ক্যাডার জুলফিকার ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। উপায়অন্তুর না পেয়ে গত ২৬ মে তিনি (রব মল্লিক) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকে জুলফিকার আত্মগোপন করে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বখাটে জুলফিকারকে আটক করে।

রবিবার দুপুরে আটককৃত জুলফিকারকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে সোর্পদ করা হয়। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, কলেজ ছাত্রী ও বখাটের স্বাক্ষ্য গ্রহন শেষে বখাটে জুলফিকার খন্দকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তার অভিভাবকরা মুচলেকাসহ জরিমানার টাকা দিয়ে জুলফিকারকে মুক্ত করে নেয়।