মানিক মিয়া ছিলেন সাংবাদিকতার আদর্শ

মানিক মিয়ার ৪৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, মানিক মিয়ার আদর্শ নিয়ে গণমাধ্যম পরিচালিত না হলে এদেশের মানুষের নৈতিক অবক্ষয় হবে। মানিক মিয়ার মুসাফির কলাম সহ ক্ষুরধর লেখনির কথা স্মরণ করে বক্তারা বলেন সেই সাহসী সাংবাদিকতা এখন আর দেখা যায় না। তফাজ্জল হোসেন মানিক মিয়া সহজ ভাষায় হাস্যরসের লেখার মধ্য দিয়ে পাকিস্তানী শাসক গোষ্ঠীকে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। বাঙ্গালীর মুক্তিযুদ্ধের অহংকার মানিক মিয়ার আদর্শে ব্রতী হয়ে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ হতে হবে।

মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশাল প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মানবন্দ্রে বটব্যাল। প্রধান অতিথি ছিলেন আব্দুর রহমান তপন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রহমান তপন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন বাশারের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তৃতা করেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির যুগ্ম আহবায়ক শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, নাগরিক পরিষদের সদস্য সচিব ডাঃ মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল আলম ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক জিএম বাবর আলী, জেলা বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, নজরুল ইসলাম চুন্নু, কাজী মকবুল হোসেন, মঞ্জুর হোসেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুর রহমান তপন ফাউন্ডেশনের সহযোগিতায় প্রেসক্লাবের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ কনের।